মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দূতাবাসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেওয়া বাণী পাঠ করেন হাইকমিশনরে তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান এবং প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা।
দিবসটি উপলক্ষ্যে নির্মিত দুটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এবং চক্ষু বিশেষজ্ঞ প্রবাসী চিকিৎসক মোক্তার আলী লস্কর।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বীর ভাষা সৈনিকদের। তিনি মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি এবং মাতৃভাষা সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোকপাত করেন। মাতৃভাষা বাংলা ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানান তিনি।
এরপর ভাষা শহীদদের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এদিন নীলদরিয়া শিল্পী-গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভারপ্রাপ্ত হাইকমিশনার সহধর্মিণী রোমানা রাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন।