পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে প্রবাসীদের অধিকার আদায় ও প্রবাসী পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে যাওয়া সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯মার্চ মঙ্গলবার রাজধানী রোমের স্হানীয় একটি রেষ্টুরেন্ট হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ক।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সি আই পি নজরুল ইসলাম, সামাজিক ব্যক্তিত্ব হাসান ইকবাল, মাফিজুল ইসলাম রাসেল, কবির মোড়ল, হাসাদুর রহমান হান্নান, মোজাম্মেল হোসেন মোল্লা সহ সামাজিক, আঞ্চলিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন” সংগঠনটি ইতিমধ্যেই তাদের বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ গুলো করে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের সেবা মূলক এই সংগঠনটি যেন আরো বেশি সামাজিক উন্নয়নে কার্যক্রম পরিচালনা করতে পারে তার প্রতি গুরুত্বারোপ করেছেন।
শেষে বিশ্বের সকল মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।