বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল।
২২ জানুয়ারী সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারত্বকে আরও গভীর করার ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ রয়েছে এবং এই পদক্ষেপ অব্যাহত থাকবে।’
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, ‘আগেই বলেছি গত বছর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বছর ছিল। এই সময়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি ক্ষেত্রে কাজ অব্যাহত রেখেছে—বিশেষ করে জলবায়ু সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা।’
বেদান্ত প্যাটেল বলেন, ‘সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি অংশীদারদেরও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আমরা বিশ্বাস করি যে এই সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে বেসরকারি অংশীদাররাও গুরুত্বপূর্ণ। আমাদের কিছু ধাপ বা পদক্ষেপ আছে এবং তা অব্যাহত থাকবে। আপনি হয়তো এর আগে আমাকে বলতে শুনেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী ছিল গত বছর। বিভিন্ন ক্ষেত্রে এটা অব্যাহত থাকবে। বিশেষ করে জলবায়ু বিষয়ে সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো। এসব খাতে আমরা বিশ্বাস করি সম্ভাবনা আছে। অবশ্যই বেসরকারি খাতের সঙ্গেও আমাদের যুক্ত হওয়ার সুযোগ আছে।’
সূত্র: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট