কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গভীর উদ্বেগ জানিয়েছে। আজ বুধবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের বহিঃসম্পর্কবিষয়ক মহাসচিব স্টিফানো সেনিনো বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন।
আলোচনার পর স্টিফানো সেনিনো নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইট) এক পোস্টে এসব কথা উল্লেখ করেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই মুহূর্তে বেলজিয়াম সফররত হাছান মাহমুদের সঙ্গে ব্রাসেলসের স্থানীয় সময় অনুযায়ী বুধবার বিকেলে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্টিফানো সেনিনো লিখেছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছি। আমি আন্দোলনে যুক্তদের সঙ্গে আচরণের জবাবদিহি নিশ্চিত ও সংলাপের আহ্বান জানিয়েছি। মানবাধিকার বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের একটি মৌলিক উপাদান।’
প্রসঙ্গত, ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল এ বিষয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ দেওয়া ও আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জোসেপ বোরেল জানান, ২৭ জুলাই লাওসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তিনি বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন।










