যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশী উদ্যোক্তাদের সংখ্যা। সম্প্রতি নিউ জার্সির বাঙালি অধ্যুষিত এলাকা প্যাটারসনে ফ্রেশ ওয়ার্ল্ড সুপারমার্কেটের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশী ব্যবসায়ী তাহের ইসলামের মালিকানাধীন এ প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক বাংলাদেশীর। একই সাথে বাংলাদেশী নানা পণ্যেরও সমাহার ঘটবে বলে প্রত্যাশা কমিউনিটি নেতাদের। প্যাটারসনে এই প্রথম বৃহৎ পরিসরে সুপার মার্কেটের উদ্বোধন করেন নিউজার্সি ডেমোক্রেটিক স্টেট কমিটির চেয়ারম্যান জন কুরী।
প্রবাসী বাংলাদেশীদের জন্য এক ছাদের নিচে সকল সুযোগ নিশ্চিতে এই মার্কেটের আয়োজন বলে জানান কমিউনিটি নেতা কমিশনার কবির আহম্মেদ।