যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী জুনের ১ ও ২ তারিখে অনুষ্ঠিত হবে বইমেলা। এবারের বইমেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ের সক্রিয় কর্মী ও শিল্পী নাসরিনা আমহেদ মুন্না এবং সহ-প্রধান হয়েছেন ইরাজ তালুকদার।
ডিসি বইমেলা ২০২৪ উপলক্ষে প্রথম সভা গত ২ ফেব্রুয়ারি ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়। সভায় মেলার নানা বিষয়ে পরিকল্পনা করা হয়। এছাড়া ডিসি বইমেলা ২০২৪ এর বিভিন্ন দায়িত্ব বন্টন করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান সমন্বয়ক যোগাযোগ বিশেষজ্ঞ ড. নজরুল ইসলাম নতুন প্রধান সমন্বয়কে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, বইমেলার আহ্বায়ক দোস্তগীর জাহাঙ্গীর, মিডিয়া ব্যক্তিত্ব কবিতা দেলোয়ার প্রমূখ।
উল্লেখ্য, বইমেলায় পুস্তক প্রদর্শনী ছাড়াও বইমেলায় লোকজ অনুষ্ঠান, ছোটদের পরিবেশনা ও চিত্রাঙ্কন আসর, ছড়া, কবিতা আবৃত্তি, গান, গানের ছোঁয়ায় কবিতা, নৃত্য, মনিপুরি নৃত্য, বই পরিচিতি, নাটক, কর্মশালা ইত্যাদি আয়োজন থাকে।
মেলাটিতে ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও কানাডা থেকে বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, ডিসি বইমেলা ২০২৪ আগামি ১ ও ২ জুন অনুষ্ঠিত হবে।