দেশে প্রবাসীদের সবধরনের হয়রানি বন্ধ ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রবাসী সেলকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান,প্রবাসী সেলে রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এসময় মন্ত্রী দেশে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। সংগঠনের সহসভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।