স্পেনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে নেওয়া প্রধান কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।
দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে স্পেন, ইক্যুয়েটোরিয়াল গিনি ও এন্ডোরায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। পরে রাষ্ট্রদূত ও কর্মকর্তা-কর্মচারীরা দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার বৈপ্লবিক গণঅভ্যুত্থানের ওপর নির্মিত দুটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বায়ান্নর মহান ভাষা আন্দোলনে প্রাণোৎসর্গকারী শহীদ আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমানসহ সব ভাষা শহীদের এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার বৈপ্লবিক গণঅভ্যুত্থানের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলা ভাষা এবং বাংলাদেশের আবহমানকালের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে প্রবাসীদের, বিশেষত তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা, স্পেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতারা ও প্রতিনিধিরা এবং সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার গৌরবময় বৈপ্লবিক গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।