জমকালো আয়োজনে টরন্টোতে সর্বজনীন বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২২শে ডিসেম্বর ২০২৪ রবিবার টরন্টোর কেনেডি কনভেনশন সেন্টারে ৯টিসংগঠন মিলে সম্মিলিতভাবে মনমোগ্ধকর পরিবেশে বিজয় উৎসব উদযাপিত হলো।
কানাডা এবং বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে বিজয় উৎসব শুরু হয়। অনুষ্ঠানটিতে বাংলার আবহ সংস্কৃতির প্রতিফলন লক্ষনীয় ছিল। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয় এবং মুক্তিযুদ্ধাদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন বিশেষ অতি টরন্টো স্কার্বো সাউথ ওয়েস্ট এম পি পি ডলি বেগম, টরন্টো স্কার্বো সাউথ ওয়েস্ট কাউন্সিলর পার্থী কানডাভাল, টরন্টো স্কার্বো সাউথ ওয়েস্ট কনজারভেটিভ ফেডারেল ইশেকশনের পদপ্রার্থী ডক্টর নুরুল্লাহ তরুন এবং আমেরিকার মিশিগান স্টেট থেকে এসে যুক্ত হয়েছিলেন ২০২৫ সিলেট সম্মেলনের কনভেনর ও হেমচ্রামিক সিটির সাবেক মেয়র শাহাব আহমেদ সুমিন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরু হয় টরন্ন্টো শহরের এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী রিদি কে দিয়ে পরবর্তীতে গনজাগরন মন্চ কাঁপানো শিল্পী সুমন সাঈদের সংগীত, মনমুগ্ধকর নৃত্যকলা কেন্দ্রের নৃত্য পরিবেশনা, বাংলাদেশের বরেন্য শিল্পী রেহানা রহমান ও ফাহমিদা নবীর সংগীত এবং অনুষ্ঠানটি সামাপ্ত হয় টরন্টো শহরের সবার পরিচিত ব্যান্ড Band4 এর ভকালিস্ট রিয়াদ মাহমুদের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। সর্বজনীন বিজয় দিবস অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ফারহানা আহমদ ও রিফ্ফাত নূয়েরীন।
সর্বজনীন বিজয় দিবস উদযাপন আয়োজনের পৃষ্ঠপোষকতা করেন টাইটেল স্পন্সর রিয়েলটর দিল চৌধুরী, পাওয়ার্ড বাই সিপিএ মোর্শেদ নিজাম, প্লাটিনাম স্পন্সর ব্যারিস্টার আরিফ হোসেন, ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, ইমিগ্রেশন কনসালটেন্ট মুরাদ হোসেন প্রমুখ । প্রবাসী টিভি এই আয়োজনের একমাত্র মিডিয়া পার্টনার। ধন্যবাদ কানাডার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল প্রবাসী টিভিকে পাশে থাকার জন্য।