যথাযথ মর্যাদায় জাঁকজমকপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসে বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত। ১৫ ডিসেম্বর লসএঞ্জেলেসে লিটল বাংলাদেশ এলাকায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হয়।
এই উপলক্ষে দুপুরে লসএঞ্জেলেসের রাস্তায় ছিল বিরাট গাড়ি বহরের প্যারেড এবং সন্ধ্যা ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলার বিজয় বহর লসএঞ্জেলেসে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করল। অনুষ্ঠান শুরু হয় দুপুর ১টায়। তারপর ছিল গাড়ি বহরের প্যারেড দুপুর ২টায় এবং দুপুর ৪টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্টান। চলে রাত ৯টা পর্যন্ত । এতে গান পরিবেশন করেন লসএঞ্জেলেসের জনপ্রিয় সব শিল্পীরা।
বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশে থেকে আগত জনপ্রিয় শিল্পী নাজু আখনদ এবং নিউইয়র্ক থেকে আগত শিল্পী শাহ মাহবুব। তাদের গানে সবাই নেচে গেয়ে আনন্দে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করে। অনুষ্টানটি উপস্হাপনায় ছিলাম আমি সাজিয়া হক মিমি এবং মিঠুন চৌধুরী। আমরা সবাই মিলে বিজয় দিবস উদযাপনের মাধ্যমে আমেরিকার এই প্রবাসে বাংলাদেশকে তুলে ধরলাম।