স্থানীয় সময় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাঙালি চেতনা মঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশনসহ দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসীরা বাংলাদেশিরা। বাংলাদেশে অমর একুশের প্রথম প্রহরের সঙ্গে মিল রেখে ৩৩ বছর ধরে এ ধারা অব্যাহত রেখেছেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এমএ মুহিত, নিউইয়র্কের কনসাল জেনারেল। মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র শীত উপেক্ষা করে ইউনেস্কো স্বীকৃত এ দিবসটিতে উপস্থিত হন শত শত মানুষ।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত দুই দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হচ্ছে।
বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে শোক ও বেদনার। অনদিকে, মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যে কোন জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার — মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।











