ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৮তম ফোবানা সম্মেলন সাফল্যমন্ডিত করার প্রয়াসে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মেট্রো ওয়াশিংটন এলাকায় ভিবিন্ন পেশা, সাংস্কৃতিককর্মী ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় স্প্রিংফিল্ড এর ডেরা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
৩৮তম ফোবানা সম্মেলন ২০২৪ এর মেম্বার সেক্রেটারি আবু রুমির শুভেচ্ছা বক্তব্য এবং আলোচনার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া ফোবানা কমিটির পক্ষে হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু, উপদেষ্টা গোলাম মোস্তফা ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান তাসকিন বিনতে সিদ্দিক।
সভা সঞ্চালন করেন ফোবানা ২০২৪০ এর সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান তাসকিন বিনতে সিদ্দিক। আলোচনায় অংশগ্রহণ করেন ডিসি বইমেলার আহ্বায়ক,সময় টিভির সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর,সৃষ্টি নৃত্যাঙ্গনের পরিচালিকা, নৃত্যশিল্পী-কোরিওগ্রাফার রোজ মেরী মিতু রিবেরু, রোকেয়া হাসি, মঞ্জুরি নৃত্যালয়ের পরিচালিকা ও কোরিওগ্রাফার শিল্পী গ্লোরিয়া রোজারিও, অপর্ণা মিত্রা, ওয়াসি ইসলাম, বিপুল এলিট গনছালভেস, হাসনাত সানি, রওনক সিবি ও মাশহাদুল আলম রূপম।
ফোবানা ২০২৪ কে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আলোচকগণ ভিবিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন। বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থনীয় শিল্পীদের অংশগ্রহণ বাড়ানো ও গুরুত্ব দেয়া, যুবদের সম্পৃক্ত করা, অনুষ্ঠানের গুণগত মান বজায় রাখা এবং সময়য়ের গুরুত্বসহ নানা বিষয়ে আলোচনা করা।
মেম্বার সেক্রেটারি আবু রুমি সবার সাহায্য-সহযোগিতা কামনা করে বলেন, সকলের সহযোগিতা পেলে আমরা একটি সুন্দর -সার্থক ফোবানা সম্মেলন উপহার দিতে পারব। এ জন্য তিনি সকলের সাহায্য-সহযোগিতা কামনা করেন।