যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি একটি পরিবারে চুরির ঘটনা ঘটেছে। জানালা ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণ, ক্যাশ পাউন্ড, কাপড় ও মূল্যবান জিনিস নিয়ে যায় দুর্বৃত্তরা। গত ১৩ জানুয়ারি লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের নিউবাড়ি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশপাশের পরিবারের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। এ ব্যাপারে তদন্ত করছে দেশটির পুলিশ।
লন্ডনের ইলফোর্ডের ফ্রেন্ডস ক্যাফে সুইটসের কর্ণধার ও ওই বাড়ির কর্তা হানিফ মোহাম্মদ মুকুল গণমাধ্যমকে জানান, পরিবার নিয়ে তিনি বাঙালিপাড়া ইলফোর্ডের নিউবাড়ি পার্ক এলাকায় প্রায় দেড় দশক যাবৎ বসবাস করছেন। ঘটনার দিন বিকেলে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসে দেখতে পান জানালা ভেঙ্গে ঘরে চুরি করা হয়েছে।