নিউজার্সির প্যাটার্সন সিটির স্কুল বোর্ড কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ এইচ রশিদ। উত্তর আমেরিকায় ঐতিহ্যবাহী এ নগরে প্রথম বাংলাদেশি হিসেবে এমন পদে অভিষিক্ত হলেন প্রথম একজন বাংলাদেশি। ৪ জানুয়ারি বৃহস্পতিবার প্যাটার্সনের জোসেফ এ ট্যাব স্কুলের মিলনায়তনে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সিটি মেয়র মেয়র আন্দ্রে সায়েগ।