১
বইমেলা নিয়ে এটা আমার চতুৰ্থ পোষ্ট। আমার অনেক বন্ধুরাই বইমেলা নিয়ে, লেখক, প্রকাশকদের নিয়ে নানা কটাক্ষ করে পোষ্ট দিচ্ছেন। কেনো দিচ্ছেন জানি না। বইমেলার পরিবশে নিয়ে, নবীন লেখকদের নিয়ে বিচিত্র সব বাণী বিতরন করে যাচ্ছেন। কেউ কেউ নিজের মতো করে বিশেষজ্ঞের মতামত দিচ্ছেন। মেলা কেমন হওয়া উচিত, কেমন বই লেখা উচিত, কার লেখা উচিত, কার লেখা উচিত না এসবও কেউ কেউ বাতলে দিচ্ছেন। অনেকেই দূৱ থেকে আমাকে বলছেন বইমেলাটা যেনো কেমন এবার! আমি তাদের বলি কেমন মানে কি! তখন কোনো উত্তর দিতে পারেন না কাৱন তাৱা বই মেলায় যান না। যারা প্রতিনিয়ত তৱুন লেখকদের নিয়ে নেগেটিভ কথা বলেন, কটাক্ষ করে পোষ্ট দেন তারা কেউ বই পড়েন না, মেলায়ও যান না। ভাল বইয়ের খোঁজ রাখেন না। কে কি লিখছেন জানে না। ভাইরাল হওয়ার জন্য বা নিজের পান্ডিত্য দেখানোর জন্য এসব করেন।
২
প্রতিবছর বইমেলায় অনেক বই প্রকাশিত হয়। তার মধ্যে ভাল বই যেমন আছে তেমনি নিম্ন মানেৱ বইও আছে। সব বইই যে পদ্মা নদীর মাঝি হবে তাতো না। অনেক লেখকের বই মেলার মধ্যেই একাধিক এডিশন হয়েছে। উদাহরন হিসাবে বলতে পারি আনিসুল হকের উপন্যাস কখনো আমার মাকে ইতমধ্যে ছয়টা এডিশন হয়েছে। আসিফ নজরুলের আমি আবুবকর উপন্যাসও এ পৰ্যন্ত ছয়টা এডিশন হয়েছে। আমার আরো কয়েকজন বন্ধুর বই একাধিক এডিশন হয়েছে, অনেকের বই দারুণ পাঠক প্রিয়তা পেয়েছে। তাৱ মধ্যে সিনিয়র লেখক যেমন তেমনি অনেক নবীন লেখকদের বইও পাঠক কিনছেন। একজন লেখকের জন্য পাঠকই সব। যার বই পাঠক স্বপ্রনোদিত হয়ে কিনবেন তিনিই ভাল লেখক, তিনিই জনপ্রিয় ধারার লেখক। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ অন্য কিছু না হয়ে যে লিখতে চায়, লেখক হতে চায়, বই প্রকাশ করতে চায় এটা অনেক বড় ঘটনা। আমার মতো বিদেশে যারা থাকেন তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ছুটে আসেন শুধু বইমেলার টানে। বইয়ের টানেই।
৩
ভাল মন্দ থাকবেই। এটাই জগতের নিয়ম। যারা লেখক হতে এসেছেন তাদের প্রতি সহমৰ্মী হোন। শত ফুল ফুটতে দিন। তাদের উৎসাহিত করুন। তাঁরা কি লিখছেন খোঁজ নিন। তাদের বই পড়ুন তারপর মতামত দিন। না পড়েই মন্তব্য করবেন না। বইমেলায় যেমন অনেকে শুধু ঘুরতে আসেন, বই হাতে নিয়ে ছবি তুলতে আসেন তেমনি বই কিনতেও আসেন। যাৱা বই কেনেন না কিন্তু মেলায় আসেন এটাও ভাল। একদিন নিশ্চয় কিনবেন। বাংলাদেশের তরুনরা এখনও বই পড়েন। স্টলে স্টলে গিয়ে বইয়ের খোঁজ নেন। তখন আমার ভাল লাগে। মন ভরে যায়। আজকালকার তরুনরা বই পড়েনা, শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে বলে যারা প্রচারনা চালান তাদের এসে দেখা উচিত যে তাঁরা বই পড়েন। তাঁরা ভাল বইয়ের খোঁজ খবর নিয়েই আসেন। সুতরাং বইয়ের সঙ্গে থাকুন, লেখকের সঙ্গে থাকুন। বই পড়ুন, বই উপহার দিন।