সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে ২৮ জানুয়ারী রোববার। এ উপলক্ষে ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজন করা হয় বর্ণাঢ্য সব অনুষ্ঠানমালার। অনুষ্ঠানমালায় ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্মৃতিচারণ, আলোচনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনা।
সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, স্টেট সিনেটরা নাতালিয়া ফার্নান্দেজ, নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মেয়র অফিসের চীফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, ডেমোক্রেট দলের ডিসট্রিক্ট লীডার এট লার্জ অ্যাটর্নী মঈন চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার মাষ্টার অব ল, আহাদ এন্ড কোঃ এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আহাদ আলী সিপিএ, গ্রী ম্যাকানিকেলের কর্ণধার তোফায়েল চৌধুরী লিটন, খলিল বিরিয়ানি হাউসের সত্ত্বাধিকারী মো. খলিলুর রহমান, মার্কস হোমকেয়ারের ম্যানেজার আলমাস আলী, সায়রা হোমকেয়ারের ড. শাহজাদী পারভীন, আয়োজক সংগঠনের উপদেষ্টা এ রব দলা মিয়া, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আহিয়া, আব্দুস সহিদ, মাহবুব আলম, জুনেদ আহমদ চৌধুরী, মোঃ শামীম মিয়া, সাহেদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন ও শামীম আহমেদ, ডিডিক্টিভ মাসুদ রহমান, সার্জেন্ট বিলাল ইসলাম, তিতাস মাল্টি সার্ভিসের মেহের চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক প্রমুখ।
অনুষ্ঠানে উচ্ছ্বসিত জনতার ভালোবাসায় অভিভূত মেয়র এরিক অ্যাডামস উপস্থিত প্রবাসী বাঙালীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বলেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। তিনি মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ সহ নানা ক্ষেত্রে অবদানের জন্য বাঙালীদের ভূয়সী প্রশংসা করেন। মেয়র এরিক সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা সিটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ সার্বিক উন্নয়নে নিরলস কাজ করছি। মেয়র, স্টেট সিনেটের ও এসেম্বলীমেম্বারের পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসকে প্রক্লেমেশন ও সাইটেশন প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে বেশ ক’জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী তানভীর শাহীন ও ননী মল্লিক। নৃত্য পরিবেশন করে বাফা, নৃত্য শিল্পী ড. নীলা জেরিন ও নতুন প্রজন্মের নৃত্য কন্যা মায়া এ্যানজেলিকাসহ অন্যান্যরা। কবিতা আবৃত্তি করেন ড. দলিলুর রহমান প্রমুখ। দর্শক-শ্রোতারা প্রাণভরে উপভোগ করেন এ আনন্দ আয়োজন।
অনুষ্ঠানে মছনুর রহমানের সম্পাদনায় ‘দ্বীপ্ত ব্রঙ্কস’ নামে চার রঙের চমৎকার একটি স্মারক সংকলন প্রকাশিত হয়। ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুক পেইজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। আয়োজক সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু সবাইকে ধন্যবাদ জানান।
গ্র্যান্ড স্পনসর সহ সকল স্পন্সর, অতিথি, সাংবাদিক, সংগঠনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সকলের সার্বিক সহযোগিতার জন্য এক নতুন ইতিহাস সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস। অত্যন্ত আনন্দঘন পরিবেশে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি প্রবাসী বাঙালিদের মিলন মেলায় পরিণত হয়। জনপ্রিয় শিল্পীদের নাচ, গান ও মূলধারার রাজনীতিকদের অংশগ্রহণে বাঙ্গালী সংস্কৃতির সাথে পাশ্চাত্যের সাংস্কৃতিক বন্ধন রচনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ নূরুল আহিয়া, জুনেদ আহমেদ চৌধুরী, মাহবুব আলম, কাউছারুজ্জামান কয়েছ, শাহেদ আহমেদ, সেবুল খান মাহবুব, সৈয়দ ওয়াহিদ নাজিম, বশির খান, এ ইসলাম মামুন, মোশাহিদ চৌধুরী, সৈয়দ শারফিন মুর্শেদ, সৈয়দা এম, কবির, মখন মিয়া প্রমুখ।
উপদেষ্টামন্ডলী: আব্দুর রব দলা মিয়া, আব্দুস শহিদ, আলমাস আলী, মোঃ হাসান আলী, রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু কাউছার চিসতি, মো: শামীম মিয়া, আব্দুল গফফার খসরু, বোরহান উদ্দিন ও মোঃ সোলায়মান আলী।
কার্যকরী কমিটি : সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহ সভাপতি প্রফেসর আমিনুল হক চুন্নু, মনিকা ডি মন্ডল ও শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু, সহ সাধারণ সম্পাদক মোঃ আলী মিলন, কোষাধ্যক্ষ মোহাম্মদ বশির মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মুহিত, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজীরুল ইসলাম, প্রচার সম্পাদক মসনুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ সাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলি রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ পাশা, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক আবু সাঈদ মোঃ শাহরিয়া চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেইন, সাদস্যিক সম্পাদক রুবেজ সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা রহমান ইতি, কার্যকরী সদস্য মোহাম্মদ আবিদ হোসেন মোল্লা, মোহাম্মদ আবু ফজর, শাহজাহান শফিক, হুমায়ূন কবির সোহেল, মোঃ আনোয়ারুল আলম ভূঁইয়া, চৌধুরী এম. মুমিত তানিম, সালাহ উদ্দিন ও মোহাম্মদ মাসুদ বেগ।