তুরস্কের বোলু পর্বতমালার জনপ্রিয় স্কি রিসোর্ট গ্র্যান্ড কার্টাল হোটেলে মঙ্গলবার (২১ জানুয়ারি) আগুন লেগে অন্তত ৬৬ জন নিহতের খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫১ জন। স্থানীয় সময় ভোর ৩.৩০ মিনিটে হোটেলে আগুনের সূত্রপাত হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি নিউজ জানিয়েছে আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যে প্রাথমিকভাবে ১০ জন নিহতের খবর পাওয়া গেলেও পরবর্তীতে দ্রুতই মৃতের সংখ্যা বাড়তে থাকে। প্রাপরে য় ১২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
জানা যায়, অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে ২৩৪ জন অতিথি অবস্থান করছিলেন । আগুন লাগার পর হোটেলের অতিথিরা আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়লে এতে করে অন্তত দুইজন নিহত হন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির ইন্টেরিয়র মিনিস্টার আলি ইয়ারলিকায়া। প্রকাশিত একটি ফুটেজে দেখা যায় ১২ তলা ভবনটির আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ারফাইটাররা।
তবে এখন পর্যন্ত এআগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বোলুর গভর্নর আব্দুল আজিজ আয়দিন বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁ থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে যা পরবর্তীতে ওপরের তলায় ছড়িয়ে পড়ে।
এদিকে এ ঘটনার বিষয়ে হোটেলের মালিকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এজাস্টিস মিনিস্টার ইলমাজ টুঙ্ক।একইসঙ্গে ঘটনা তদন্তে প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
তুরস্কের উত্তর-পশ্চিমের বোলু শহরটি রাজধানী আঙ্কারা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত। বোলু পর্বতগুলো ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারার স্কাইয়ারদের কাছে জনপ্রিয় একটি স্থান।
উল্লেখ্য, দুই সপ্তাহের স্কুল ছুটির শুরু হওয়ায় হোটেলটিতে অতিথি সমাগম বেশি ছিল।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পরপর হোটেল থেকে অতিথিদের বোলুর কেন্দ্রের কাছাকাছি অন্য আরেকটি হোটেলে সরিয়ে নেয়া হয়েছে।