বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে এরিজোনা প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধন করেছে। এরিজোনার ফিনিক্স শহরের উপকন্ঠে অন্যতম বাণিজ্যকেন্দ্র চ্যান্ডলার এর ডাউন টাউনে অনুষ্ঠিত এই প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহন করেন শতাধিক প্রবাসী।
অংশগ্রহনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকটা তাৎক্ষনিকভাবে কোনো নির্দিষ্ট সংগঠন ছাড়াই একটি ইভেন্টের মাধ্যমে প্রায় ১২০ এর অধিক প্রবাসী বাংলাদেশী স্বতঃস্ফূর্তভাবে সমবেত হন। অংশগ্রহনকারীদের অধিকাংশই পেশাজীবী, এছাড়া এরিজোনা স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশী ছাত্রছাত্রীও এতে যোগ দেয়। খুব স্বল্প সময়ের মধ্যেই স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে একটি শান্তিপূর্ণ মৌন মানববন্ধনের আয়োজন ছিল এটি।
এই প্রতিবাদী আয়োজনের মাধ্যমে তারা যেকোনো প্রকার সহিংসতা’র প্রতিবাদ জানান। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে ঝরে যাওয়া এতগুলো প্রাণ, আহত হওয়া এত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানানো, যেকোনো হিংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদ জানানো, নাগরিকদের যেকোনো দাবি-দাওয়া পেশ করার যৌক্তিক অধিকার সমুন্নত রাখা ও সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা নিয়ে আন্দোলনকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
এছাড়া ছাত্রদের দাবীর সাথে একাত্মতা জানিয়ে কোটা পদ্ধতির সংষ্কারও চাওয়া হয়। পৃথিবীর বিপরীত প্রান্ত থেকে এরিজোনা প্রবাসী বাংলাদেশীদের সামগ্রিক চাওয়া একটাই- ভালো থাকুক প্রিয় বাংলাদেশ, সকল নাগরিকের দাবি দাওয়া ও মত প্রকাশের অধিকার সমুন্নত রেখে।












