নিউইয়র্কের বাংলাদেশিবহুল বাফেলো শহরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্বের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ২৭ এপ্রিল শনিবার দুপুর ১২ টার দিকে বাফেলোর জেনার এবং ইস্ট ফেরীতে এ ঘটনা ঘটেছে।
বাবুল ও ইউসুফ নামে নিহতরা বাংলাদেশের কুমিল্লা ও সিলেটের বাসিন্দা। স্থানীয়দের মতে, নিহত ব্যক্তিবর্গ একটি বাড়িতে নির্মাণ কাজে ছিলেন। এ বাড়িতে পূর্বেই ভাড়াটিয়াকে তাড়িয়ে দেওয়ার জন্য ইভিকশনের নোটিশ দেওয়া ছিল। অনেকেই অনুমান করছেন, এ বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে কোন এক কৃষাঙ্গ গুলাগুলি চালিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নি।
শনিবার রাত বারোটা পর্যন্ত স্থানীয় বাংলাদেশির এক বিশাল অংশ নিহতদের বাসভবনের সামনে জমায়েত হোন। রবিবার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। সবাই বাফেলোর মেয়র এবং অন্যানা সিটি অফিশিয়ালদের কাছে দুবৃত্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় বাফেলোর বাংলাদশিদের মাঝে আতংক ও শোকের ছায়া ছড়িয়ে পড়েছে।