ঢাকায় কানাডাপ্রবাসী খ্যাতিমান প্রাবন্ধিক,গবেষক, লেখক ও শিক্ষক সুব্রত কুমার দাসের ষাটতম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৪ মার্চ) রাজধানী ঢাকার কাঁটাবন সিগন্যালে অবস্থিত ‘কবিতা ক্যাফেতে’ সন্ধ্যা ৬.০০ টায় ‘হীরকজয়ন্তী : সুব্রত কুমার দাস’ উদযাপন করা হয়। আমার সোনার বাংলা দিয়ে শুরু হয় এই আয়োজন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রাশিদ আসকারী। তিনি ইংরেজির অধ্যাপক। কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। বাংলা ও ইংরেজি অনেকগুলো গ্রন্থের লেখক। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক এম. এ. আজিজ মিয়া। সুব্রত কুমার দাসের ষাটতম জন্মদিন পালন অনুষ্ঠানের ছিলেন আহ্বায়ক বরুণ কুমার দাস এবং সদস্য সচিব মনিরুজ্জামান অলিভ।
উল্লেখ্য, সুব্রত কুমার দাসের জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার কামারখালীতে, ১৯৬৪ সালের ৪ মার্চ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর অধ্যাপনা করেছেন বিভিন্ন কলেজে। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও সাহিত্য পড়িয়েছেন কয়েক বছর । সম্পাদক হিসেবে কাজ করেছেন ব্র্যাকের প্রধান কার্যালয়ে। ১৯৯২ সাল থেকে লেখালেখির সাথে যুক্ত সুব্রত’র গ্রন্থসংখ্যা ঊনত্রিশ। ২০০৩ সাল থেকে বাংলাদেশের উপন্যাস নিয়ে ওয়েবসাইট বাংলাদেশি নভেলস্ (bdnovels.org) নিয়ে কাজ করে চলেছেন। তার আগ্রহের বিষয় প্রকাশিত গ্রন্থের শিরােনাম থেকেই স্পষ্টভাবে চিহ্নিত করা যায়: ‘আমার মহাভারত (২০১৪), নজরুল-বীক্ষা’ (২০১৩), ‘রবীন্দ্রনাথ: ইংরেজি শেখানাে’ (২০১২), ’রবীন্দ্রনাথ : কম-জানা, অজানা’ (২০১১), ’বাংলা কথাসাহিত্য: যাদুবাস্তবতা’ এবং অন্যান্য (২০০২) ইত্যাদি। গ্রন্থের সম্পাদিত মধ্যে রয়েছে: ‘সেকালের বাংলা সাময়িকপত্রে জাপান’ (২০১২), অগ্রন্থিত মােজাফফর হােসেন (২০১১), ‘কোড়কদী একটি গ্রাম’ (২০১১) ইত্যাদি। অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে : Rabindranath Tatore: India-Japan Cooperation Perspectives (২০১১), Kazi Nazrul Islam : Selected Prose (২০০৪) ইত্যাদি। সুব্রত কুমার দাসকে নিয়ে প্রকাশিত দুটি গ্রন্থ হলাে : ‘সুবর্ণ জন্মজয়ন্তী : সুব্রত কুমার দাস (২০১৪, সম্পাদক: বরুণ কুমার বিশ্বাস) এবং তিনি এবং আমরা’ (২০১৩, লেখক: রাজিউল হাসান)।। ২০১৩ সাল থেকে সুব্রত সপরিবার টরন্টোতে বসবাস করছেন।