টরন্টো প্রবাসী ড. ইসমেত আরা মুনের আত্মজীবন ‘আমার যত কথা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর ফারইস্ট টাওয়ার হলে মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব ড. মো. ইব্রাহিম হোসেন খান। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এই এম সফিকুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা খুজিস্তা নূর ই নাসরিন মুন্নী, রাজনৈতিক ব্যক্তিত্ব লুৎফর রহমান এবং বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

আলোচকরা বলেন, গ্রন্থটিতে লেখকের বাংলাদেশের টাঙ্গাইল থেকে সূচনা, তারপর বিভিন্ন প্রান্তে এবং পরদেশের জীবনের নানা বিষয় উঠে এসেছে। এরমধ্যে জীবনের আনন্দ বেদনা ভালোবাসা কষ্ট জটিলতা প্রতিকূলতাসহ বহু বিচিত্র ঘটনার সন্নিবেশ ঘটেছে। আলোচকরা আরও বলেন, মুনের জীবন গদ্য ‘আমার যত কথা’ যেন সৃজনশীলতার বহুমাত্রিক বহিঃপ্রকাশ। শব্দ ব্যবহারে সচেতনতা, বর্ণনায় সরল চিত্রকল্প, গভীর দৃষ্টিভঙ্গি, প্রজ্ঞার প্রাচুর্য, বিশ্লেষণে স্বাভাবিক– গ্রন্থটিকে উজ্জ্বলতা প্রদান করেছে। প্রবাস জীবনের সাথে দেশের জীবন যাপনের বৈচিত্র্য সুন্দরভাবে উঠে এসেছে।
উল্লেখ্য, ড. ইসমেত আরা মুন একাধারে বিজ্ঞানী, গবেষক, সমাজসেবক, লেখক। তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন দীর্ঘ দিন।
আত্মজীবনমূলক বইটি প্রকাশ করেছে রাদ্ধ প্রকাশ। বইমেলায় ৮৩৬ নং স্টলে পাওয়া যাচ্ছে। বইটি স্টল ছাড়াও রকমারি ডটকম থেকেও সংগ্রহ করা যাবে।