সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত এটিভি ইউএসএ’র আইকনিক অ্যাওয়ার্ডে সেরা উপস্থাপক হিসেবে পুরস্কৃত হলেন শারমিন সিরাজ সোনিয়া। নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে প্রতি সপ্তাহেই নিয়মিত বিভিন্ন আঙ্গিকের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর অধিকাংশ অনুষ্ঠানই এখন সঞ্চালনা করেন সোনিয়া।
নিজের এই পরিচয়ের ব্যাপ্তি প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘সাংস্কৃতিক অশারমিন সোনিয়াঙ্গনে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছি। প্রতিনিয়তই নিজেকে নতুন করেই উপস্থাপন করতে চাই। এর ভেতরে একজন নারী হিসেবে বাধা আসে যেমন, নানান বুলিংয়ের শিকারও হতে হয়। তবে সমাজে ভালো কিছু মানুষের অনুপ্রেরণা পাই বলেই কাজ করে যেতে পারি।’
ব্যক্তিজীবনে এর মাঝে এস আই টুটুলের সঙ্গে ঘর সংসারের খবরও প্রকাশ পায়। যদিও সে সম্পর্ক বা সংসার যাই বলা হোক না কেন তা টেকেনি। একজন সিঙ্গেল মাদার হিসেবে জীবনের এই চলার পথকে কতটা মসৃন মনে করেন সোনিয়া?
এমন প্রশ্নে সোনিয়া বলেন, ‘দেখুন এমনিতে শোবিজে একজন নারীর সাফল্য খুব একটা ভালোভাবে কেউ দেখতে পারেনা। জীবনের কোনো কিছুই আমি ভুল বলতে চাই না। নিয়তির কাছ থেকে শিক্ষা হিসেবে দেখি এসব কিছুই। সময়ই আসলে মানুষকে শেখায়। আমিও শিখেছি। আমি নিজের পেশাগত জায়গায় যেমন সততার সঙ্গে কাজ করি। ব্যক্তিজীবনেও আমার কোনো গোপন রহস্য নেই। তাই অকপটে এই সমাজের কিছু কুরুচিপূর্ণ মানুষের কথা এড়িয়ে শুধু নিজের কাজটিই করে যেতে চাই। আর সিঙ্গেল মাদারদের এ সমাজে অনেককিছুই সহ্য করতে হয়।’
উল্লেখ্য, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটিভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে শারমিনা সিরাজ সোনিয়া উপস্থাপনা করেন। সোনিয়া নামে সবাই চেনে তাকে। ফোবানা, এনএবিসি থেকে শুরু করে বৃহত্তর ইভেন্টে তিনি কাজ করেছেন। ২০১৯ সালে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস তাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমেরিকা সফরে যায়। সেবার সোনিয়া উত্তর আমেরিকায় তাদের অফিশিয়াল পার্টনার হিসেবে কাজ করেন।








