হাঁটা পথে ঘাস দেখি না,
স্মৃতির খেরো খাতা !
পথের পাশে রথ দেখি না
দেখি সবুজ পাতা।
রাত জুড়ে বৃষ্টি গান
দেহে জমে অভিমান
মনের কোনে গল্প কথা
কে খুঁজে গো সাত আসমান!
সাঁতার কাটে শিশু বেলা
শান বাঁধানো পুকুর ঘাট
পুকুর পাড়ের লেবুর ঝাড়
পেরিয়ে গেলে খেলার মাঠ।
ভর দুপুরে ঝোঁপের কোনে
জোড়া তালের শব্দ পতন
বালক ছুটে দখল নিতে
তালের পিঠায় স্বাদের যতন।
সুরমা নামের ভরা নদী
ঘুম স্বপনে আসতো যদি
কার ছোঁয়ায় ভোর সকাল
মা ডাকে,সোনা আমার
ছোট্ট তমাল !