‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননায় ভূষিত হওয়ায় যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের একটি হলে তরুণ এই রাজনীতিবিদকে সংবর্ধনা দেয়া হয়। এ আয়োজন করে প্রবাসী বালাগঞ্জ ও উসমানী নগর উপজেলা যুব সমিতি ইউকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ নুরুল ইসলাম জিতু। ফয়জুর রহমান ফয়েজ ও ফয়সল আহমদ সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশন যুক্তরাজ্যের পলিটিক্যাল কাউন্সিলর দেওয়ান মাহমুদুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন রশিদ আহমেদ, বদরুল ইসলাম, আলহাজ্ব কবির উদ্দিন, হেলাল আব্বাসসহ অনেকে।