ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদ্রিদের সবচেয়ে পুরাতন সংগঠন বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির অভিষেক সম্পন্ন হয়েছে। লাভাপিয়েছে প্লাজারএকটি রেস্টুরেন্টে ২৯ জানুয়ারি সোমবার রাতে মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে মাদ্রিদে বসবাসরত বিক্রমপুর মুন্সিগঞ্জ সহ স্পেনের বিভিন্ন জেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির স্পেনের নবনির্বাচিত সভাপতি মিল্টন ভুঁইয়া কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াংরাজ খান কমল রাজুর পরিচালনায়, অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে দূতাবাস স্পেনের মিনিষ্টার এন্ড হেড অব চ্যান্সরী আব্দুর রউফ মন্ডল । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইজ স্পেনের সভাপতি আল মামুন ,সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির ,কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলামিন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সাবেক সদস সচিব দুলাল সাফা, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইনস্পেন এর সভাপতি আব্দুল মুজাক্কির ,স্পেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, গ্রেটার সিলেটে এসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আব্দুল কাইয়ুম মাশুক, এইচএম দবীর তালুকদার, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহী, মনির হাওলাদার ,ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মাসুদ, সহ-সভাপতি রুবেল সামাদ, নোয়াখালী সভাপতি আবুল কাশেম মুকুল, নারায়ণগঞ্জ জেলায় এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক শওকত আহমেদ, সৈয়দ মাসুদুর রহমান নাসিম প্রমূখ |বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখলেন, প্রধান উপদেষ্টা একেএম জহিরুল ইসলাম, মাহবুবুর রহমান ঝন্টু, রাসেল দেওয়ান, মুজিবুর রহমান ববি, সেলিম মিয়া, সুমন নূর, রানা আবেদীন, সিনিয়র সহ সভাপতি আল আমিন শেখ, সহ সভাপতি তাহের শেখ, কাজী বাবুল, যুগ্ম সম্পাদক সেলিম হাসান, সেলিম۔ দেওয়ান খোকন, সাংগঠনিক রবিউল ইসলাম রবু , সহ সাংগঠনিক সম্পাদক টুটুল শেখ।
বিক্রমপুর মুন্সিগঞ্জ সহ বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি নিরলস ভাবে কাজ করে যাবে বলে এমন টাই প্রত্যাশা করেন সকল প্রবাসি বাংলাদেশি।
নবগঠিত কমিটির সভাপতি মিল্টন ভুইয়া কচি বলেন। বিগত ২৭ বছর যাবত, স্পেনে বসবাসরত সকল বাংলাদেশির সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।আজ আপনারা সকল বিক্রমপুর মুন্সিগঞ্জবাসী আমাকে যে সম্মান দিয়েছেন, আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে গেলাম।
সাধারণ সম্পাদক ইয়াং রাজ্ খান রাজু বলেন ,আপনারা যে দায়িত্ব আমার উপর অর্পিত করেছেন তা যেন সঠিকভাবে পালন করতে পারি। পদ-পদবির চেয়ে আমার কাছে বড় হলো জনকল্যাণ।