আগামী ৩ ফেব্রুয়ারী রোমের বাঙালী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ফিলারেটে পার্কে পিঠা উৎসব উদযাপন করা হবে। এ লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
রোমের তুসকোলানায় স্থানীয়একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়। ইমরুল কায়েছ,সোহরাব সরকার ও আমির হোসেন মোল্লা’র আহবানে সভায় উপস্থিত ছিলেন নূরে আলম সিদ্দিকী বাচ্চু, হাসান ইকবাল, আবুল কালাম আজাদ খোকন, জুবায়ের আহমেদ রিপন, নয়না আহমেদ, উম্মেহানি প্রিন্স ও সানজিদা ইসলাম সংগীতাসহ বৃহত্তর ঢাকার অন্যান্য নেতৃবৃন্দ।