ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের নব নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলামের সঙে একটি মত বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ।
রাজধানী রোমের দূতাবাসের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি অলি উদ্দিন শামীমের নেতৃত্বে সংগঠনের কার্যকরী পরিষদের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
এই সময় রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম বরাবর প্রবাসীদের বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন। বিশেষ করে তথ্য প্রদানের সহযোগিতা করার জন্য একটি হেল্প ডেস্ক, প্রবাস থেকেই এন আই ডি হাতে পাওয়া এবং সংশোধন ইত্যাদি বিষয়।
এদিকে রোম ঢাকা রোম বিমান পুনরায় চালু করার প্রক্রিয়া বাস্তবায়নের সম্ভাবনার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উপস্থিত নেতৃবৃন্দরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এই সময় রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।
মত বিনিময় এই সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সহ সভাপতি হাসিবুর রহমান হান্নান, শরীফ উদ্দিন, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজ হোসেন, মহিলা সম্পাদিকা আঁখি সীমা কাউসার, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, সম্মানিত সদস্য শাহিন খলিল কাউসার, বেলাল হোসেন, আমিনুর রহমান রাসেল সহ আরো অনেকে।