কুয়েতে নিজে সফল হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন বহু বাংলাদেশির কর্মসংস্থানও। কুয়েত প্রবাসী ব্যবসায়ী অ্যাম্বাসেডর গ্রুপ অব কোম্পানির কর্ণধার, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুকাই আলী এখন পরিণত হয়েছেন প্রবাসীদের রোল মডেল হিসেবে।
কুয়েতে প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। তাদের মধ্যে প্রবাসীদের অনেকেই নিজ মেধা, পরিশ্রম আর ভাগ্যের জোরে শ্রমিক থেকে প্রতিষ্ঠা পেয়েছেন সফল ব্যবসায়ী হিসেবে। এর মধ্যে লুৎফর রহমান মুকাই আলী একজন। যিনি ১৯৮২ সালে কুয়েত আসার পর থেকে ধাপে ধাপে জুতা, লেদার ও ফুডস্টাফ ব্যবসা শুরু করেন।
বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। কুয়েত সিটিতে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে স্বাবলম্বী হয়েছেন অনেক প্রবাসী। এমনকি ফিলিপাইনের ম্যানিলাতে তার নিজস্ব কারখানাও রয়েছে।
মুকাই আলী বলেন, বাংলাদেশ থেকে আরও মানুষ আসুক। আমরা এটাই চাই। মানবসম্পদের দিক থেকে এখানে বাংলাদেশ এখনো অনেক দুর্বল। অন্যান্য দেশ থেকে দক্ষ জনবল আসে। কিন্তু আমাদের এখানে ঘাটতি রয়েছে।
তার প্রতিষ্ঠানে বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, নেপালের কয়েকশ’ শ্রমিক কর্মরত আছেন। এ ছাড়া ব্যবসায়ী লুৎফর রহমান বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান, সুপারশপ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ট্রাস্টি হিসেবে জড়িত আছেন।