সিনিয়র সাংবাদিক পিআইবির সাবেক পরিচালক ও দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব।
শুক্রবার (১৯ জানুয়ারি) প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ মুবিন খানের স্বাক্ষরিত প্যাডে এই শোক জানানো হয়।
প্রেস ক্লাব সভাপতি জমির হোসেন ও সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ এক শোকবার্তায় বলেন, সিনিয়র সাংবাদিক, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী ছিলেন সাংবাদিক সমাজের অভিভাবক। তার মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার ভূমিকা অনস্বীকার্য।
তিনি ছিলেন উদার গণতন্ত্রমনা, নির্ভীক, অকুতোভয়। লেখনীর মাধ্যমে তিনি দেশ ও জাতির খেদমত করেছেন। তিনি আজীবন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশি সংবাদকর্মীরা একজন অভিভাবককে হারিয়েছে।
শোকবার্তায় তারা বলেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি ও তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।