দেশের আবহমান ঐতিহ্যের অংশ হিসেবে পিঠা উৎসবের আয়োজনের মধ্যদিয়ে দেশীয় সংস্কৃতিকে উপস্থাপন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। দুইদিনব্যাপী ২৩ ও ২৪ জানুয়ারি, “পিঠা উৎসব-১৪৩১” আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
রাজধানীর বনানীস্থ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের দুইদিনব্যাপী এই পিঠা উৎসব আয়োজনে মোট ৭ টি ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বাহারি রকমের পিঠা-পুলি নিয়ে বর্ণিল সাজে সজ্জিত হয় ৭ টি স্টল। আর এই আয়োজনের মধ্যদিয়ে শিক্ষক- শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস।
পরে “পিঠা উৎসব-১৪৩১” উদযাপন উপলক্ষে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় শিক্ষার্থীরা লোকজ পল্লী গান ও নৃত্যানুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগনও এ সময় অনুষ্ঠানটিতে গান পরিবেশন করেন।
এর আগে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রফেসএর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী সকাল ১১টায় উক্ত “পিঠা উৎসব-১৪৩১” শুভ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার, ট্রেজারার, বিজনেস অনুষদের ডিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, রেজিস্ট্রার, এক্সাম কন্ট্রোলার, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।