ফোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রাতরাশ ও আড্ডায় মেতে উঠেন ফোবানার কেন্দ্রীয় কমিটির সদস্য ও সেমিনার কমিটির চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও কবি সামছুদ্দীন মাহমুদের উডব্রিজ, ভার্জিনিয়ার বাসভবনে।
গত ১১ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই প্রাণবন্ত আড্ডা ও প্রাতরাশে অংশগ্রহন করেন ফোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এবারের আয়োজক কমিটির সদস্যরা।
উপস্থিত ছিলেন, ফোবানার সাবেক চেয়ারম্যান ডিউক খান (আটলান্টা), রবিউল করিম বেলাল (পেনসিলভেনিয়া), প্রধান নির্বাচন কমিশনার মাহবুবুর রহিম (আরিজোনা), ২০২৫ সালের ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল (আটলান্টা), ২০২৫ এর মেম্বার সেক্রেটারী মাহবুবুর রহমান ভুইয়া (আটলান্টা), বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী (লস এঞ্জেলস), সেক্রেটারী আবীর আলমগীর (নিউইয়র্ক) ও মিসেস আবীর আলমগীর, জয়েন্ট সেক্রেটারী খালেদ রউফ (শিকাগো), আউটস্ট্যান্ডিং মেম্বার দিলু মাওলা (আটলান্টা), সাইয়েদ আহসান কোকা (শিকাগো) ও মিসেস কোকো, কার্যকরী পরিষদ সদস্য বাবুল হাই(ফ্লোরিডা), মহিন উদ্দিন দুলাল (আটলান্টা), কাজি নাহিদ(আটলান্টা) প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলার ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, বিশিষ্ট সাংবাদিক সাবেত সাথী ও সাংবাদিক জুয়েল সাদাত প্রমুখ।
বিভিন্ন প্রকার শীতের পিঠা সহ হরেক পদের মুখরোচক খাবার দিয়ে সাজানো প্রাতরাশ সারেন এবং আয়োজক স্যাম রিয়ার ভুয়সী প্রশংসা করেন।