যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃহত্তর লস অ্যাঞ্জেলেসে সন্মিলিতভাবে উদযাপন হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ। ইতোমধ্যে এনিয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রতিবারের মতো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃহত্তর লস অ্যাঞ্জেলেসে সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপনের। আগামী ২০ ফেব্রুয়ারি নর্থ হলিউডের বারব্যাংক সাইনটোলজিতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পালিত হবে।
আয়োজক সুত্রে জানা যায়, বর্তমানে ঠান্ডা আবহাওয়া থাকার কারণে বিশাল হলরুমে আয়োজন করা হয়েছে। আয়োজন চলবে, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত। Church of Scientology 11455 Burbank Blvd, North Hollywood, CA 91601 এর আয়োজনে পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে চাসহ নৈশভোজের ব্যবস্থা রয়েছে। ফ্রি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে উত্তরণ শিল্প-গোষ্ঠী। সাথে থাকবেন বাংলাদেশ থেকে আগত সুরেলা কন্ঠের অধিকারিনী শিল্পী মিমি আলাউদ্দিন।
আয়োজক কর্তৃপক্ষ দল মত নির্বিশেষে আসুন সবাই মিলে সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপনে আমন্ত্রণ জানিয়েছেন।