ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাজিয়া হক মিমি নানামূখি প্রতিভা সম্পন্ন ব্যক্তি। তিনি একাধারে গুণী অভিনেত্রী, উপস্থাপিকা, লেখিকা এবং সফল উদ্যোক্তা ও সংগঠক। বর্তমানে লস এঞ্জেলেসের নেবারহুড কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। অবসরে শখের বসে গান গাইতে পছন্দ করেন। এক কথায় বলা যায় বহু প্রতিভার অধিকারী একজন মানুষ। এছাড়াও দেশীয় বিভিন্ন সংগঠন ছাড়াও আমেরিকার ক্যালিফোর্নিয়ার মূল ধারার কর্মকান্ডের সাথেও জড়িত।
বাংলাদেশের ঢাকায় জন্ম। লেখাপড়ায় বরাবরই মেধাবী ছিলেন। দেশে থাকাকালীন স্কুলের বিভিন্ন সংস্কৃতি অনুষ্টানে অংশগহন করতেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে জড়িত ছিলেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহু পুরস্কার জিতেছেন। খুব অল্প বয়সে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে চলে আসেন। এখানে আসার পর লসএঞ্জেলেস ভ্যালি কলেজ থেকে লিবারেল আর্টস এ এ্যাসোসিয়েট এবং ক্যালিফোর্নিয়ার স্টেটস ইউনিভার্সিটি অব চ্যানেল আইল্যানড ইউনিভার্সিটিতে মনেবিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছেন।
উপমহাদেশের অনেক গুনী শিল্পীদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে তার। তিনি উপমহাদেশের বিশিষ্ট গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী সাথে আন্তর্জাতিক কনসার্ট উপস্থাপনা করেছেন। অল্প বয়সে যুক্তরাষ্ট্রে চলে গেলেও সুদূরপরবাসে বাংলা ভাষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি এক যুগের বেশি সময় ধরে উপস্থাপনা করছেন, যার বেশির ভাগই বাংলাদেশের জাতীয় দিবস কেন্দ্রিক অনুষ্ঠান যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেবুয়ারী , বাংলা নববর্ষ ইত্যাদি। তিনি লসএঞ্জেলেসর মেয়র এরিক গারসিটির অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় বিভিন্ন সংগঠন ও লসএঞ্জেলেস সিটি থেকেও পুরস্কৃত হয়েছেন।
তিনি একজন গুনী অভিনেত্রী ও নায়িকা। স্কুল জীবনেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। অভিনয় করেছেন বাংলাদেশের বেশকিছু টিভি নাটকে। এর মধ্যে জাহিদ হাসানের সাথে ‘যোগ্যপাত্র’ উল্লেখযোগ্য । এছাড়াও প্রখ্যাত পরিচালক অনন্য মামুন এর পরিচালনায় নামভূমিকায় ‘জাহানারা’ নামে একটি সিনেমা করেছেন। সিনেমাটিতে নায়কের ভূমিকায় ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সজল। সিনেমায় জাহানার একজন প্রতিবাদী নারী চরিত্র। জাহানারা চরিত্রটির সাথে সাজিয়া হক মিমির বাস্তব জীবনের অনেক মিল। তিনিও একজন আমেরিকা প্রবাসী প্রতিবাদী, সংগামী নারী।
‘জাহানারা’ মুভিতে অভিনয়ের জন্য ২০২২ সালের জুলাই মাসে লস ভেগাসে ভারতীয়দের আয়োজনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংগঠন নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলন (North American Bongo sommolon) এর তিনি পুরস্কার পেয়েছেন। যা বাংলাদেশি আমেরিকান হিসেবে বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।
বাংলাদেশি আমেরিকান সাজিয়া হক মিমি একজন সফল ব্যবসায়ীক উদ্যোক্তাও। যুক্তরাষ্ট্রে নিজেদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি। তিনি এস অ্যান্ড আর কে ট্রেডিংয়ের প্রেসিডেন্ট। ক্যালিফোর্নিয়ার মূলধারার ব্যবসায়িক কর্মকান্ড ও সংগঠনগুলোর সাথেও জড়িত তিনি। মনটিরিপাক চেম্বার অব কমার্স এর উপদেষ্টা দিনি। নারী বিজনেস উদ্যোক্তা হিসেবে পুরস্কারও পেয়েছেন। তিনি ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস এর মুলধারার একজন কমিউনিটি এক্টিভিস্টও। মনটিরি পাক সিটির সেবামূলক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত। সাজিয়া হক মিমি নারীদের আর্থিক অবস্থার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করেন।