২৬ ও ২৭ আগষ্ট ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ বইমেলা। ডিসি বইমেলা নামে পরিচিত এ মেলাকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। ২৩ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়েছে তহবিল সংগ্রহে নৈশভোজ।
ডিসি বইমেলার আহবায়ক দোস্তগীর জাহাঙ্গীর জানিয়েছেন, এবারের বইমেলায় লেখক, সাহিত্যিক, কবি, শিশু সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন। তিনি জানান, এবারের অন্যতম আকর্ষণ হচ্ছে – বাংলাদেশের ফোক সঙ্গীত ও বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস-নিউইয়র্কের বিশেষ পরিবেশনা। সেই সাথে বইমেলায় আগতরা প্রখ্যাত কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতার সুযোগ। এছাড়া, পাঠ উন্মোচন, কিশোর-কিশোরীদের চিত্রাংকন, বিশেষ নৃত্য, গানের ছোঁয়ায় কবিতা, শর্ট ফিল্ম ইত্যাদি থাকছে এবারের বই মেলায়। এবারের বইমেলায় অংশ নিতে ইতোমধ্যেই বাংলাদেশের বাতিঘর, কথা প্রকাশ, ইউপিএল, অন্য প্রকাশ ও স্বদেশ-শৈলি এবং পশ্চিমবঙ্গের প্রকাশনা প্রতিষ্ঠান সংস্কৃতিসহ মোট সাতটি প্রকাশনী সংস্থা নাম লিপিবদ্ধ করেছে। এবারের বইমেলার শ্লোগান – বিশ্বজুড়ে বাংলা বই।
ডিসি বইমেলার প্রধান সমন্ময়ক ড. নজরুল ইসলাম বলেন, বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ধারাবাহিকভাবে এ বইমেলা আয়োজন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কবি-সাহিত্যিকরা এই বইমেলায় মিলিত হবেন বলে আশা করা যাচ্ছে।
পারিবারিক ছুটিতে বইমেলা উপভোগের পাশাপাশি রাজধানী ওয়াশিংটন ডিসি’র আশেপাশের ঐতিহাসিক স্থান পরিদর্শণের সুযোগ গ্রহণ করতে ডিসকাউন্ট মূল্যে ভার্জিনিয়ার স্টার্লিং- ডালাসে অবস্থিত হলিডে ইন ওয়াশিংটন হোটেলে অবস্থানের সুবিধা পাওয়া যাবে। এই হোটেলেই অনুষ্ঠিত হবে দু’দিনের এবারের বইমেলা।
ডিসি বইমেলার সমন্বয়ক আতিয়া মাহজাবিন নিতুর উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বইমেলার প্রধান উপদেষ্টা ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দার, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন ব্যবস্থাপনা সম্পাদক সরকার কবির উদ্দিন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য বিভাগের সাবেক কর্মকর্তা ওয়াহেদ হোসেইনী, ডিসি বইমেলার প্রধান পৃষ্টপোষক মাজহারুল হক, প্রধান সমন্ময়ক ড. নজরুল ইসলাম, বইমেলা ম্যাগাজিন কমিটির প্রধান আনোয়ারুল ইকবাল কচি, সমন্ময়ক সামিনা আমিন, সমন্বয়ক ফাতেমা সিদ্দিক, সমন্বয়ক ইরাজ তালুকদার, সঙ্গীত শিল্পী দিনার মনি, কবিতা দেলোয়ার, নাসরিনা মুন্না ও তাসলীমা আখতার প্রমূখ উপস্থিত ছিলেন এবং কথা বলেন।