কাতারের রাজধানী দোহায় বাংলাদেশি খাবার নিয়ে শুরু হয়েছে এশিয়ান লাউঞ্জ রেস্তোরা।
দোহার বিন মাহমুদে অবস্থিত দি ভিক্টোরিয়া হোটেলে রেস্তোরাটি উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন এনডিসি ও দি ভিক্টোরিয়া হোটেলের স্বত্বাধিকারী এম সাইফুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা ওমর ফারুক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবর রহমান চৌধুরী বাবু, মো: রাকিব রহমান, সোলাইমান গনী ও খাইরুল আলম সাগর সহ অনেকে। এসময় প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন আগত অতিথিরা।